সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন


সংসারের মায়া ছেড়ে আজিকে গেল যে জন
দাও প্রভু, দাও তারে অনন্ত জীবন।।

সে যে ছিল মোদের আপন জন, তারি তরে কাঁদে ব্যাকুল মন
তার যত পাপ অপরাধ প্রভু, রো না তুমি এখন

তব নাম লয়ে কেটেছে জীবন, তব ভালবাসা পেয়েছে সে জন
পৃথিবীতে যার প্রেম ভরা মন, তার ভাল কাজ করগো স্মরণ
তোমার ভক্তের কভুও মরণ জীবন করে না হরণ।।

মরণ সাগর পারে তোমরা অমর , তোমাদের স্মরি।


মরণ সাগর পারে তোমরা অমর , তোমাদের স্মরি।
নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি।।

সংসারে জ্বেলে গেলে যে নব আলোক
জয় হক, জয় হক, তারি জয় হক- তোমাদের স্মরি।।

বন্দিরে দিয়ে গেছ মুক্তির সুধা, তোমাদের স্মরি।
সত্যের বরমালে সাজালে বসুধা, তোমাদের স্মরি।

রেখে গেলে বাণী সে যে অভয় অশোক
জয় হক, জয় হক, তারি জয় হক- তোমাদের স্মরি।।

ভব পারের কাণ্ডারি গো আমারে পার কর।


ভব পারের কাণ্ডারি গো আমারে পার কর
(আমি) আত্মমগন হইয়া রইলাম, করলাম পাপের বোঝা বড়।।
(আমি) না করিলাম সাধন ভজন, না শুনিলাম শাস্ত্র বচন।
হেলায় খেলায় দিন কাটল, শুধু অসার করলাম জড়ও।
(আমি) না চিনিলাম তোমায় প্রভু, না চিনিলাম মানুষ কভু।
দেহের গোলাম হইয়া রইলাম, দিলাম আত্মা দেশান্তর।।

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোন শোন পিতা


১।সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোন শোন পিতা
কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।।

২।ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা।
যা কিছু পায় হারিয়ে যায়, না মানে সান্ত্বনা।।

৩।সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে
মরীচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে।।

৪।ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।।

৫।কি হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথায়  আছে
তোমারে দাও, আশা পুরাও, তুমি এসো কাছে।।

অন্জলি ভরি এসছি প্রভু


AÄwjfwiÕG‡mwQ cÖfy, fw³i w`‡Z GB Dcnv&i|
‡ZvgviB h‡Á wg‡jwQ m‡e, †Zvgvi ‰b‡e`¨ †h mevi||

1/ `ªv¶vim iywU bZzb weavb
hxï GB †e‡k nb ewj`vb|
Zuvi †e`xÕ cwi mgc©Y Kwi
gb cÖvY meB hv Avcbvi||

2/ cÖfz‡Z f‡³ wgjbgnvb
GK‡`‡n cÖfz f³ GKcÖvY|
ZvB cÖfzi mv‡_ hvR‡Ki mv‡_
wb‡e`b Kwi myL-`ytL-nvi||

আমারে নাও, আমারে নাও, প্রভু


আমারে নাও, আমারে নাও, প্রভু
আমি তোমার যজ্ঞপুটে একটি ফুল।।

সংসারে দুঃখের ঘরে খুঁজি তোমায় বারে বারে বারে
দাও গো তোমার পরম মৃদুল।।

আমারে নাও অর্ঘ্য কর পিতার চরণে
শেষ হবে মোর জীবন-শ্রান্তি তাঁরই শরণে

যা কিছু মোর মলিনাত ঘুচে যাবে সবই সেথা প্রভু
তব প্রেমে হব শুভ্র মুকুল

আমার আত্মা, কর স্মরণ, কবে হবে হে মরণ।


আমার আত্মা, কর স্মরণ, কবে হবে হে মরণ 
বিচার হবে কি প্রকারে, কোথায় রবে সর্বক্ষণ।।

আমি যদি স্বর্গে যাই, চিরকাল  সুখে রই
নরকেতে নিস্তার নাই, দুঃখ তথা সর্বক্ষণ।।

সময় আছে জীবনকালে, নাহি উপায় মরণ হলে
যে যেমনভাবে চলে, সেইরুপে হয় তার মরণ।।

আমরা আছি বিপুল আশায়

আমরা আছি বিপুল আশায়
আসিবেন মহারাজ মহা মহিমায়।।

অন্ধকারে আসিবে জ্যোতি
নিশির পর প্রভাত ভাতি।
সকল প্রাণী উঠিবে জেগে
তাঁহারই বন্দনায়।।

আনিবেন তিনি মুক্তির বানী
পঙ্কিলতায় আঘাত হানি'
পাপের দেশে আসিবে ভালো
তুষার শুভ্রতায়।।

অন্ধকারে আলো জ্বালাতে

অন্ধকারে আলো জ্বালাতে
আসিবেন প্রভু যীশু এই ধরাতে।।

পাপের বাঁধন হতে মুক্তি দিতে
দুঃখ জ্বালা সব ঘুচাতে
নতুন জীবনের সুর শোনাতে
আসিবেন প্রভু যীশু এই ধরাতে।।

পিতার বানী তাঁর দিব্য লয়ে
দেখাবেন তাঁরি প্রেম মানুষ হয়ে।

পতিতের আশ্রয় শক্তি হয়ে
আর্তজনের অভয় হয়ে
মৃত্যুর প্রতিদানে জীবন দিতে
আসিবেন প্রভু যীশু এই ধরাতে।।

বাতাস এনেছে বয়ে এক শুভ বানী

বাতাস এনেছে বয়ে এক শুভ বানী
শোন, শোন, শোন -
শোন তাঁর আগমনী।।

অমানিশা রবে না, দূর হবে হতাশা
ব্যাকুল চিত্ত হবেরে শান্ত, পূর্ণ হবে আশা।।

পড়েছে সাড়া বনে সকল প্রাণে প্রাণে।
বিশ্বভুবন ভরেছে তাঁরি গানে গানে।।

হবে তাঁর আগমন

হবে তাঁর আগমন
আমরা অনুক্ষন রয়েছি প্রত্যাশায় মুক্তি প্রতীক্ষায়
হবে তাঁর আগমন।।

লভিব মুক্তিপণ, লভিব পরিত্রান তাঁরি মহাকরুণায়।
হবে তাঁর আগমন।।

আজি তাঁর পানে চাহি
প্রহরী যেমন ভোরের লাগিয়া চাহি রহে দূর পানে।

আজি তাঁর পানে চাহি
আসিবেন তিনি, বন্দিত তাঁর নন্দিত জয়গান।

আমার এ প্রাণ পরম প্রভুর মহিমা গায়।

আমার এ প্রাণ পরম প্রভুর মহিমা গায়।
হৃদয় ভরে মোর ত্রানকর্তার প্রেরণায়।।
এই দীনাদাসীকে ধন্যা করিলে, অসীম আনন্দ হৃদয়ে দিল।।

গর্বিতকে তিনি করেন লজ্জানত, শক্তিমান সম্রাট হয় পরাহিত।
দীনগন হয় সমাজে মহান, যুগে যুগে প্রভু ন্যায়বান।।

প্রনাম মারীয়া, প্রসাদে পূর্ণা


প্রনাম মারীয়া, প্রসাদে পূর্ণা
প্রভু তোমার সহায় আছেন,
নারী কুলে ধন্যা।।

যে ফল তুমি গর্ভে লভিয়াছ
সেই যীশু যে যুগে যুগে ধন্যা।।

হে পুণ্যময়ী ঈশ্বর জননী
পাপী মোরা তব কাছে ভিক্ষা মাগি।
জীবনে মরণে মোদের মঙ্গল লাগিয়া
প্রভুর কাছে বর লহগো চাহিয়া।


চির-ধন্যা কুমারী মা মারীয়া।


চির-ধন্যা কুমারী মা মারীয়া।
ওগো খ্রীষ্টের মাতঃ করুণাময়ী, কৃপা কর মোদের আসিয়া।।

১। তুমি নির্মলা গর্ভধারিণী, তুমি প্রভুর পবিত্রা জননী
    এসো ভক্তি-সজ্জিত হৃদয়াসনে মনের বাসনা করি' সুফলা।।
২। তুমি পাপীদের পাপ হারিনী, তুমি দুঃখীদের সান্তনাদায়িনী
     এসো ভক্তি-সজ্জিত হৃদয়াসনে মনের বাসনা করি' অচলা।।