ভব পারের কাণ্ডারি গো আমারে পার কর।


ভব পারের কাণ্ডারি গো আমারে পার কর
(আমি) আত্মমগন হইয়া রইলাম, করলাম পাপের বোঝা বড়।।
(আমি) না করিলাম সাধন ভজন, না শুনিলাম শাস্ত্র বচন।
হেলায় খেলায় দিন কাটল, শুধু অসার করলাম জড়ও।
(আমি) না চিনিলাম তোমায় প্রভু, না চিনিলাম মানুষ কভু।
দেহের গোলাম হইয়া রইলাম, দিলাম আত্মা দেশান্তর।।