আমার আত্মা, কর স্মরণ, কবে হবে হে মরণ।


আমার আত্মা, কর স্মরণ, কবে হবে হে মরণ 
বিচার হবে কি প্রকারে, কোথায় রবে সর্বক্ষণ।।

আমি যদি স্বর্গে যাই, চিরকাল  সুখে রই
নরকেতে নিস্তার নাই, দুঃখ তথা সর্বক্ষণ।।

সময় আছে জীবনকালে, নাহি উপায় মরণ হলে
যে যেমনভাবে চলে, সেইরুপে হয় তার মরণ।।